বাংলা৭১নিউজ, সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৮০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে এয়ারপোর্ট থানায় যুবলীগ নেতা ফারুক আহমদ এ মামলাটি দায়ের করেন।
দায়েরকৃত এ মামলায়, বিএনপির ৬০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ১৫/২০ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি গৌসুল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে চান না।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নগরীর চৌখিদেখি এলাকায় কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সূত্র: মানবজমিন।
বাংলা৭১নিউজ/জেএস