বাংলা৭১নিউজ,(সিলেট)প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার মরিচা এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। জকিগঞ্জ থানা পুলিশের ওসি মীর মো. আবদুল নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবদুস শহীদ (২৩) মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ধর্মদিহী গ্রামের মৃত নানু মিয়ার ছেলে।
ওসি বলেন, মরিচা এলাকার প্রবাসী আব্দুল করিমের বাড়িতে গভীর রাতে ডাকাতির প্রস্তুতির খবর পায় পুলিশ। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে এক ডাকাত সদস্য নিহত হয়। বাকি ৮-৯ জন ডাকাত পালিয়ে যায়।
নিহত শহীদের বিরুদ্ধে সিলেট জেলার কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও মোগলাবাজার থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৬টি মামলা রয়েছে বলে ওসি জানান।
ওসি নাসির জানান, বন্দুকযুদ্ধে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেডএ