বাংলা৭১নিউজ,(বিয়ানীবাজার)প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় `বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে।
আজ রবিবার ভোরে উপজেলার শেওলা ব্রিজ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শঙ্কর জানান।
নিহত মেসবাহ উদ্দিন (৩২) জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ গ্রামের আলিম উদ্দিনের ছেলে।
মিসবাহ আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি ডাকাতি, একটি ডাকাতির প্রস্তুতি ও দুটি অস্ত্র মামলা।
অবনী শঙ্কর বলেন, মিসবাহকে শেওলা ব্রিজ এলাকা থেকে আটক করে নিয়ে যাবার পথে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে সে গুলিবিদ্ধ হয়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/এফএ