বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’

সিলেটে পুরোনো কূপে গ্যাসের সন্ধান, দৈনিক মিলবে ৭০ লাখ ঘনফুট

সিলেট প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪২ বার পড়া হয়েছে

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন একটি পরিত্যক্ত কূপে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। জেলার গোলাপগঞ্জ উপজেলায় কোম্পানিটির কৈলাশটিলা ২ নম্বর কূপটি সফলভাবে পুনঃখনন করে এই গ্যাসের সন্ধান পাওয়া যায়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা গত ৯ নভেম্বর নতুন করে কৈলাশটিলা ২ নম্বর কূপটিতে গ্যাসের সন্ধান পেয়েছি৷ কার্যক্রম চলছে, আগামী ২০ নভেম্বরের মধ্যে এই কূপ থেকে গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবো বলে আশা করছি৷ এই কূপ থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

মিজানুর রহমান আরও বলেন, আগামী তিনমাসের মধ্যে হবিগঞ্জে রশিদপুর ২ নম্বর কূপটি পুনঃখননের কাজ শেষ হলে ১৫০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাবে৷ এছাড়া রশিদপুর ৯ নম্বর কূপে গ্যাস পাওয়া গেছে, এখন পাইপলাইনের কাজ চলছে। এটি শেষ হলে এই কূপ থেকে দৈনিক ১২০ থেকে ১৩০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এটিও আগামী তিন মাসের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে৷

নতুন এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলে গ্যাসের সরবরাহ কিছুটা হলেও বাড়বে বলে জানান তিনি৷

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্তৃপক্ষ জানায়, কৈলাশটিলা-২ গ্যাস কূপে উত্তোলনযোগ্য ৫৩ বিলিয়ন ঘনফুট গ্যাসের বর্তমান বাজার বিবেচনায় মূল্য ৩৬০০ কোটি টাকা। এছাড়াও গ্যাসের সঙ্গে দৈনিক ৭০ ব্যারেল কনডেনসেট উৎপাদন করা সম্ভব হবে৷ এলএনজি প্রাইস বিবেচনায় এই গ্যাসের মূল্য ৯৯০০ কোটি টাকা।

নতুন এই কূপের পুনঃখননে কোম্পানির নিজস্ব অর্থায়নে ব্যয় হচ্ছে প্রায় ৭১ কোটি ৮৫ লাখ টাকা৷

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com