সিলেটের জৈন্তাপুরে পাহাড় ধসে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।
সোমবার (৬ জুন) ভোরে জৈন্তাপুরের চিকনাগুলের সাতজনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের কয়েকটি পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছিল। রাতে অবিরাম বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে একই পরিবারের চারজন মাটিচাপা পড়ে নিহত হন।
এ ঘটনায় আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, অতিরিক্ত বৃষ্টিতে টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় একই পরিবারের ৪ নিহত হয়েছেন।
বাংলা৭১নিউজ/এবি