বাংলা৭১নিউজ,সিলেট : সিলেট নগরের টিলাগড়ে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সাবেক ছাত্রলীগ নেতা রাজন চৌধুরী, কর্মী মাবরুর ও তানিম রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে এমসি কলেজ সংলগ্ন টিলাগড় পয়েন্টে সাবেক ছাত্রলীগ নেতা ও শাপলা সংঘের সভাপতি রাজন চৌধুরী, ছাত্রলীগ কর্মী মাবরুর ও তানিম আড্ডা দিচ্ছিলেন। এ সময় অতর্কিতভাবে মুখোশ পরিহিত ৩-৪ জন যুবক তাদের ওপর আক্রমণ চালায়। তাদেরকে দা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।
আহতদের মধ্যে রাজন চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী। মাবরুর ও তানিমকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ওসি মো. শাহজালাল মুন্সির সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ছাত্রলীগ ও ছাত্রদলের ক্যাডাররা মিলে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন গুরুতর আহত রাজন চৌধুরী।
বাংলা৭১নিউজ/এন