বাংলা৭১নিউজ, সিলেট প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি।
শনিবার দুপুরে সিলেটের একটি হোটেলে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতীয় পার্টি এ সমর্থন দেয়। এদিকে সমর্থনের পরপরই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় নেমেছেন জাতীয় পার্টির নেতারা। জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান জানিয়েছেন, কেন্দ্রের সিদ্বান্ত মতো তারা আওয়ামী লীগ তথা ১৪ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন।
এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের দুই দিন আগে থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার সকাল থেকে নগরীতে বিজিবি টহল শুরু করেছে।
প্রশাসন সূত্র জানিয়েছে, সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা টহলের পাশাপাশি ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে।
সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান মানবজমিনকে জানিয়েছেন, ভোটের পরদিন পর্যন্ত সিলেটে বিজিবি মোতায়েন থাকবে। তারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে বলে জানান তিনি। সূত্র: মানবজমিন।
বাংলা৭১নিউজ/জেএস