বাংলা৭১নিউজ,(সিলেট)প্রতিনিধি: সিলেটে করোনার উপসর্গ নিয়ে ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশুটির বাড়ি সিলেট নগরীর উপশহর এলাকায় বলে জানা গেছে। জানা যায়, শিশুটি গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি রোগে ভুগছিল। বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে প্রথমে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসকরা শিশুটির করোনার লক্ষণ দেখে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
তবে শিশুটির স্বজনরা তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে না নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে করোনার উপসর্গ নিয়ে মৃত শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, বেসরকারি একটি হাসপাতাল থেকে মেয়েটিকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হলেও তারা ওসমানীতে নিয়ে আসেন। রাস্তায়ই শিশুটির মৃত্যু হয়।
জ্বর, সর্দি-কাশিসহ করোনার কিছু উপসর্গ থাকায় আমরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছি।
বাংলা৭১নিউজ/জেআই