বাংলা৭১নিউজ,(সিলেট)প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর এলাকায় লোকাল ট্রেন জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ ট্রেনটি
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটির বগি উদ্ধারের কাজ চলছিল।
সিলেটগামী মাইজগাঁও রেলস্টেশনের মাস্টার ইমাম হোসেন বলেন, উদ্ধারকারী রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে গেছে। বগি লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে ঘণ্টা দুই সময় লাগতে পারে।
বাংলা৭১নিউজ/এস.এম