বিপিএলে আজ ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। এদিন টসভাগ্য সহায় হয়েছে বরিশাল অধিনায়ক তামিম ইকবালের। ট্স জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগে বোলিং করবে মোহাম্মদ মিথুনের সিলেট।
আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলেরই দশম ম্যাচ। এই জয় পেলে প্লে-অফের দিকে এগিয়ে যাবে বরিশাল। অপরদিকে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই সিলেটের।
ফরচুন বরিশাল একাদশ
আহমেদ শেহজাদ, তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, কেশব মহারাজ, কাইল মায়ার্স, মোহাম্মদ সাইফুদ্দিন, ওবেদ ম্যাককয়, খালেদ আহমেদ।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
হ্যারি টেক্টর, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), রায়ান বার্ল, অ্যাঞ্জেলো পেরেরা, আরিফুল হক, বেনি হাওয়েল, সানজামুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শফিকুল ইসলাম।
বাংলা৭১নিউজ/এসএইচ