বাংলা৭১নিউজ, ডেস্ক: সির্তের তথা-কথিত ইসলামিক স্টেটের (আইএস) সদরদপ্তর দখলে নেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র-সমর্থিত লিবিয়ার আধা সামরিক বাহিনী।
বিবিসি বলছে, জাতিসংঘের সমর্থনপুষ্ট লিবিয়ার জাতীয় সরকারের প্রতি অনুগত বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, “সম্মেলন কেন্দ্র এখন আমাদের হাতে।”
লিবিয়ায় সির্তে শহরটি ছিল ভূমধ্যসাগরের কাছে আইএসের সবচে গুরুত্বপূর্ন শক্তঘাঁটি।
২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে শহরটি আইএসের দখলে ছিল।
সরকারপন্থি বাহিনী জানিয়েছে, আইএসের জঙ্গিরা এখনো শহরটির তিনটি আবাসিক এলাকা এবং সমুদ্রের কাছে একটি কমপ্লেক্সে অবস্থান নিয়ে আছে।
গেল কয়েক সপ্তাধরে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে শহরটির প্রধান সম্মেলন কেন্দ্র দখলের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সরকার অনুগত বাহিনীর।
মুখপাত্র রিদা ইসা বলেন, তাদের যোদ্ধারা সির্তের ইবনে সিনা হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও নিয়ন্ত্রণে নিয়েছে।
এই লড়াইয়ে অন্ততপক্ষে তিনজন যোদ্ধা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ওই মুখপাত্র জানিয়েছেন। তিনি আরো জানান, আইএসের অন্ততপক্ষে ২০ জন জঙ্গি নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের হিসাবমতে, সির্তেয় আইএসের প্রায় ১ হাজার জঙ্গি রয়েছে। এদের অনেকেই বিদেশি এবং সিরিয়া ও ইরাকে লড়াই করে আসা অভিজ্ঞ যোদ্ধা।
এরআগে আইএসের সঙ্গে সম্পর্কিত একটি সংবাদ সংস্থা জানিয়েছিল, জঙ্গিগোষ্ঠীটি সির্তেয় লিবিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
লিবিয়ার জাতীয় সরকারপন্থি বাহিনী জানিয়েছিল, একটি যুদ্ধবিমানের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই বিমানে দুজন পাইলট ছিলেন।
বাংলা৭১নিউজ/সিএইস