বাংলা৭১নিউজ, ডেস্ক: সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ-বিরোধী লড়াইয়ে অংশ নিতে রাশিয়ার বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেতসোভকে পাঠানো হচ্ছে।
রুশ সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়েছে, অক্টোবরে ভূমধ্যসাগরের উদ্দেশ্যে যাত্রা করবে অ্যাডমিরাল কুজনেতসোভ। সেখানে এটি অন্তত ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সন্ত্রাস-বিরোধী অভিযানে নেতৃত্ব দেবে।
চলতি সপ্তাহের গোড়ার দিকে রুশ সংসদের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা কমিটির প্রধান এবং কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের সাবেক কমান্ডার অ্যাডমিরাল কোমোয়েদোভ বলেছেন, ওই অঞ্চলে মস্কোর স্বার্থ রক্ষার জন্য ভূমধ্যসাগরে রুশ নৌবহরের সঙ্গে যোগ দেবে এ বিমানবাহী রণতরী।
অ্যাডমিরাল কুজনেতসোভকে ভারি ক্ষেপণাস্ত্র বহনকারী ক্রুজার হিসেবে শ্রেণীভুক্ত করেছে মস্কো। এতে ১৫টি সুখোই এসইউ-৩৩ জঙ্গি বিমান এবং মিকোইয়ান মিগ-২৯/কেইউবি এবং নানা ধরণের প্রায় ১০টি হেলিকপ্টার থাকবে।
সিরিয়া অভিযান শেষে রণতরীটি উত্তর রাশিয়ার সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ফিরে যাবে। সেখানে এর ব্যাপক সংস্কার এবং উন্নয়ন করা হবে।
বাংলা৭১নিউজ/পার্সটুডে