সোমবার, ০৬ মে ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাজধানীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ ব্রাজিলে বন্যায় মৃত্যু বেড়ে ৭৫, নিখোঁজ শতাধিক টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী

সিরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ২০০

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: সিরিয়ার সুবাইদা প্রদেশে সন্ত্রাসী হামলায় ২১৫ জন নিহত হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য বিভাগের পরিচালক এ তথ্য নিশ্চিত করছেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এদিকে ফক্স নিউজের এক প্রতিবেদন বলছে, বুধবার সিরিয়ায় পৃথক কয়েকটি সন্ত্রাসী হামলায় ২২০ জন নিহত হয়েছে।

আইএস এক বিবৃতিতে জানিয়েছে, তারা বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি গ্রামে এবং সুবাইদার প্রাদেশিক রাজধানীতে সমন্বিত হামলা চালিয়েছে। তারা এই দিন আত্মঘাতি হামলাও চালায়।

জানা গেছে, বুধবার সিরীয় সরকার নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকায় পৃথক কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইশ’ মানুষ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এদিকে, ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবার সুবাইদা শহর, রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর ও পূর্বাঞ্চলীয় বেশ কিছু গ্রামে হামলা হয়েছে।

সংস্থাটি জানায়, সিরিয়ায় গৃহযুদ্ধের সাত বছরে একদিনে এত মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম।

সিরিয়ান সেনাবাহিনীর নতুন সাফল্য
সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় দেশটির সেনাবাহিনী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দা’রা এবং কুনেইত্রা প্রদেশে দায়েশের কাছ থেকে আরো কিছু নতুন এলাকা পুনরুদ্ধার করেছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, গণ-প্রতিরক্ষা বাহিনী এবং সিরিয়ার সেনাবাহিনী তাসিল এবং তাল আল-জোমো শহরের উপকণ্ঠে সন্ত্রাসীদের অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করেছে।

এতে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার সামরিক একটি সূত্র জানিয়েছিল যে সেনাবাহিনী দারা এবং কুনেইত্রা প্রদেশে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের কাছ থেকে ২১টি গ্রাম এবং শহর পুনরুদ্ধার করেছে।

অভিযানে বহু সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি তাদের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস হওয়ার খবরও পাওয়া গেছে।

এদিকে, ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) তাকফিরি সন্ত্রাসীদের সঙ্গে লড়াইয়ে নিহত ১৬ জন সৈন্যের লাশ দারা প্রদেশে একটি গণকবর থেকে উদ্ধার করা হয়েছে।

এসব সেনা ২০১৩ সালে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাহওয়ে এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিল বলে সংস্থাটি জানিয়েছে। সূত্র: এরাবিয়ান জার্নাল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com