বাংলা৭১নিউজ, ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ পরাজিত হবে সেই ভয় পাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। তিনি আরো বলেন, কয়েকটি আরব দেশের রাজধানীতে বিক্ষোভ হওয়ার কারণেও ইসরাইল ভীত হয়ে পড়েছে।
হাসান নাসরুল্লাহ বলেন, দায়েশ ও আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীরা একই উগ্র ওয়াহাবি মতবাদ অনুসরণ করে। আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেছেন। হাসান নাসরুল্লাহ বলেন, বিশ্বের সেইসব দেশে আল-কুদস দিবস পালিত হচ্ছে যেসব দেশের মুসলমানরা রাজতান্ত্রিক সৌদি আরবের বিরোধিতা করে।
ভাষণে হাসান নাসরুল্লাহ আরো বলেন, “ফিলিস্তিনিরা একা নয়; মুসলমানরা কখনো ফিলিস্তিনিদের একা ফেলে যাবে না। শত চেষ্টা সত্ত্বেও শত্রুরা ফিলিস্তিনকে মুসলিম উম্মাহর কাছে কখনো গুরুত্বহীন করতে পারবে না। এই দিনে আমরা সব মুসলমানকে বলব ফিলিস্তিনি ইস্যুকে ভুলে না যেতে।” হাসান নাসরুল্লাহ জোর দিয়ে বলেন- ইরান, সিরিয়া ও হিজবুল্লাহ হচ্ছে এই অঞ্চলে প্রতিরোধের মেরুদণ্ড।
বাংলা৭১নিউজ/সিএইস