সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে মানবিজ শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে সংঘর্ষে ১০১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮৫ জন তুরস্ক সমর্থিত গোষ্ঠীর সদস্য এবং ১৬ জন এসডিএফ যোদ্ধা।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে মানবিজ শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে সংঘর্ষে ১০১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮৫ জন তুরস্ক সমর্থিত গোষ্ঠীর সদস্য এবং ১৬ জন এসডিএফ যোদ্ধা।
উত্তর সিরিয়ায় তুরস্ক সমর্থিত বাহিনী এসডিএফের সঙ্গে তখনই লড়াই আবার শুরু করে, ঠিক যখন ইসলামপন্থী বিদ্রোহীরা ২৭ নভেম্বর অভিযান শুরু করেছিল। সেই অভিযানের মাত্র ১১ দিনের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। তারা এসডিএফ থেকে আলেপ্পো প্রদেশের মানবিজ ও তাল রিফাত শহর দখল করতে সক্ষম হয়।
এসডিএফ বর্তমানে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও দেইর ইজোর প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করে। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সরকারি বাহিনী সরে গেলে কুর্দিরা সেখানে একটি স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে।
এদিকে সিরিয়ার নতুন নেতা ও ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আহমেদ আল-শারা এর আগে বলেছেন, এসডিএফ ভবিষ্যতে সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। এইচটিএস গত মাসে আসাদবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোটের নেতৃত্ব দেয় এবং আসাদকে ক্ষমতাচ্যুত করে।
সূত্র : এএফপি
বাংলা৭১নিউজ/এসএইচ