শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা নাটোরে একজনকে অপহরণের পর উদ্ধার, গ্রেপ্তার ৭ মৃত ব্যক্তির নামে কোরবানি করার বিধান

সিরিয়ায় গণহত্যার প্রতিবাদে সিলেটে তালামীযের বিক্ষোভ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৩৬৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, সিলেট অফিস:  সিরিয়া ইস্যূতে জাতিসংঘ ও ওআইসির কার্য়কর ভূমিকা গ্রহণের দাবিতে ও চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর।  আজ শনিবার বিকেলে নগরীর সোবহানীঘাট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে

 

ঐতিহাসিক কোর্ট পয়েন্ট সমাবেশ মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, আজ আরাকান, কাশ্মির ও ফিলিস্তিনে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলছে। সিরিয়ায় বাইশ লক্ষ মানুষ উদ্বাস্ত, দশ লক্ষ মানুষ আহত হয়েছে, তিন লক্ষ মানুষ মারা গেছে।  এতে কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? আজ কার বিরুদ্ধে কথা বলবো? আমাদের দাবি বাশার আল আসাদের মতো গাদ্দার শাসকদের মসনদ থেকে তাড়িয়ে দিতে হবে। এরা ক্ষমতাকে সবচেয়ে বড় শক্তি মনে করছে। পৃথিবীতে মুসলমানরা মূলত মার খেয়েছে তাদের বিভক্তির কারণে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমার উম্মতরা সংখ্যালঘুতার কারণে কখনো পরাজিত হবে না বরং তারা অভ্যন্তরীণ কোন্দলের কারণে ক্ষতিগ্রস্থ হবে। আজ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। নিজেদের মধ্যে ছোটখাটো এখতেলাফ পরিত্যাগ করে আসুন আমরা ঐক্যবদ্ধ হই।  আমরা বাংলাদেশ সরকারের নিকট আবেদন জানাই, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিরিয়ার উপর হামলা বন্ধের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। তিনি বলেন, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে তবে সমস্ত জুলুমের মোকাবিলা করা সম্ভব হবে। বিশ্বের সকল মুসলিম আওয়াজ তুললে তা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে।

তিনি বলেন, আজকে ইরাক ধ্বংস হয়েছে, সিরিয়া ধ্বংস হচ্ছে, ইয়ামেন ধ্বংস হচ্ছে।  মুসলমানদেগর হাতে ৭০% তেল সম্পদ থাকা সত্ত্বেও মুসলমানরা খৃস্টানদের গোলামে পরিণত হয়েছে। নিজেদের মধ্যে ভ্রাতৃঘাতি লড়াই করছে। যদি তাদের মধ্যে মানবতাবোধ থাকতো তবে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা সম্ভব হতো না।  শিশুরা খাদ্যের পরিবর্তে রক্ত মিশানো খাবার খাচ্ছে। এটা কি আমরা নিরবে সহ্য করবো? তাই আমরা রাজপথে নেমেছি। এই সমাবেশ জাতিসংঘকে হয়তো কোন নাড়া দিতে পারবে না তবে আল্লাহর দরবারে এ ফরিয়াদ কবুল হবে।

সিলেট মহানগরী সহ-সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও পশ্চিম জেলা সাধারণ সম্পাদক শেখ আলী হায়দারের পরিচালনায় সিলেট অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন  আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ ।

সিলেট মহানগর সভাপতি এনাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব ও পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি আজির উদ্দিন পাশা, মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি মুহাম্মদ মুহিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হুমায়ূনূর রহমান লেখন, সাংগঠনিক সম্পাদক হাফিয কাওছার আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উসমান গণি ও অর্থ সম্পাদক ওয়ালিউর রহমান সানী, সহ অফিস সম্পাদক লিয়াকত আলী তালুকদার, প্রশিক্ষণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, সহ প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ ও সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুহিত রাসেল।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, হবিগঞ্জ জেলা সভাপতি সম্পাদক মাওলানা ফরিদ আহমদ, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, মহানগর আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর,  মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক হাফিয আলাউর রহমান টিপু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য তৌরিছ আলী, সুলতান আহমদ, পূর্ব জেলার সভাপতি মুহাম্মদ আব্দুল খালিক রুহিল শাহ, পশ্চিম জেলার সভাপতি জাহেদুর রহমান, সুনামগনজ জেলা সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, শাবিপ্রবির সভাপতি নিজামুল হক আব্বাসী, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আহমেদ শরীফ, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আব্দুল বাসিত আল হাসান, পশ্চিম জেলা সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার প্রমুখ।

 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com