ইসরায়েলের পর সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। দেশটিতে ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ফরাসি বাহিনী।
মঙ্গলবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, ফরাসি বাহিনী রবিবার এই হামলা চালানো হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ ডিসেম্বর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের পতনের পর এই প্রথম দেশটিতে হামলা চালাল ফ্রান্স। এ হামলা এমন সময় করা হলো যখন যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুতে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী এক্স পোস্টে বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী লেভান্ট অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত রয়েছে। রবিবার সিরিয়ার মাটিতে আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।”
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের তৈরি রিপার ড্রোন মধ্য সিরিয়ায় আইএসের দুটি সামরিক লক্ষ্যবস্তুতে মোট সাতটি বোমা ফেলেছে।
ফ্রান্স ২০১৪ সাল থেকে ইরাকে আইএসের বিরুদ্ধে এবং ২০১৫ সাল থেকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য।
২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইরাক ও সিরিয়ার বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী জঙ্গি গোষ্ঠী আইএসের চূড়ান্ত পতন পাঁচ বছর আগে ঘটলেও দেশ দুটিতে আইএসের উপস্থিতি এখনও বজায় রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
বাংলা৭১নিউজ/এসএইচ