বাংলা৭১নিউজ, ডেস্ক: সিরিয়ার ইদলিব প্রদেশে একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন। রোববার রাতে তুরস্ক সীমান্তবর্তী আটমেহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাসটি সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের বহন করছিল।
তুরস্কের সিএনএন তুর্কি টেলিভিশন স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তুর্কি সীমান্ত ক্রসিংয়ের কাছে আটমেহ শরণার্থীশিবিরের প্রবেশপথে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
হামলার পরপর ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে তুরস্ক। আহত বিদ্রোহীদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। তাদের তুরস্কের হাতায়ে প্রদেশের হাসপাতালে নিয়ে যা্ওয়া হয়েছে। অন্যদের সিরিয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাতায়ের কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে বলেছে, তুরস্কের হাসপাতালে নিয়ে যাওয়া আহতদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।
সিরিয়ার ইদলিব প্রদেশটি প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে লড়াই করা তুর্কি সমর্থিত বিদ্রোহীদের প্রধান ঘাঁটি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুর রহমান জানিয়েছেন, বিদ্রোহীদের দখলে থাকা জেলাগুলো মুক্ত করতে গত ৩১ আগস্ট থেকে রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনী ইদলিব থেকে আলেপ্পো পর্যন্ত বিমান হামলা জোরদার করেছে।
বাংলা৭১নিউজ/সিএইস