বাংলা৭১নিউজ, ডেস্ক: রাশিয়া রোববার সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর ঘাঁটি দির এজোরে ৬টি দূরপাল্লার বোমারু বিমানের সাহায্যে হামলা চালিয়েছে । এতে জিহাদি সংগঠনটির অস্ত্রগুদাম ধ্বংস হয়ে গেছে।
মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রুশ তুপোলেভ বোমারু বিমান নগরীর দক্ষিণপশ্চিম, পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলে এ অভিযান চালায়। এতে দুটি কমান্ড পোষ্ট, ৬টি অস্ত্র গুদাম, যানবাহন নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ‘বিপুল সংখ্যা যোদ্ধা নিহত হয়েছে।’
আইএস দির এজোর নগরীর অধিকাংশ এলাকা ও দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত তেল সমৃদ্ধ দির এজোর প্রদেশের অধিকাংশ স্থান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তারা এখানকার একটি প্রধান বিমানঘাঁটি দখলে নেয়ার জন্য সরকারি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করছে।
রাশিয়া তার দীর্ঘকালীন মিত্র প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে সেপ্টেম্বর মাস থেকে বোমা হামলা চালাচ্ছে ।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র: এএফপি