বাংলা৭১নিউজ, ডেস্ক: সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় আলেপ্পো নগরী ও তার চারপাশের এলাকার নাজুক যুদ্ধবিরতির মেয়াদ আরো ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
সিরিয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আজ(মঙ্গলবার) স্থানীয় সময় রাত ১টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং বুধবার মধ্যরাত পর্যন্ত তা বলবত থাকবে। এর আগে চলতি মাসের ৪ তারিখে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। পরে তার মেয়াদ বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়েছিল।
সিরিয়ায় গোলযোগ শুরু হওয়ার এক বছর অর্থাৎ ২০১২ সাল থেকে যুদ্ধ বিধ্বস্ত দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর পশ্চিমাঞ্চল সরকারি বাহিনী এবং পূর্বাঞ্চল সশস্ত্রগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। আমেরিকা ও রাশিয়া যুদ্ধবিরতি সম্প্রসারের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পরই আলেপ্পোর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো।
বাংলা৭১নিউজ্/এস