শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

‘সিরিয়ার সেনাবাহিনী এতটা ভঙ্গুর হবে কেউ আশা করেনি’

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৩ বছরের শাসন ব্যবস্থার পতন ঘটেছে। বিদ্রোহীদের অভিযানের মুখে আজ রবিবার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ।

সিরিয়ার শক্তিশালী সামরিক বাহিনী গত কয়েকদিন ধরে একের পর এক শহর থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। সর্বশেষ রাজধানী দামেস্কের দিকে বিদ্রোহীদের অগ্রসর হওয়ার পথে প্রতিরক্ষা স্থাপন করতে ব্যর্থ হয়। সামরিক বাহিনীর বড় ধরনের প্রতিরোধ ছাড়ই আজ রবিবার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহীরা সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের ঘোষণা দেন। 

লেবাননের অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ইলিয়াস হান্না এ প্রসঙ্গে আল জাজিরাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ‘কেউ আশা করেনি যে, সিরিয়ার সেনাবাহিনী এতো ভঙ্গুর হবে।”

তিনি বলেন, “এটি এই সেনাবাহিনীর যুদ্ধ করার ইচ্ছার অভাব দেখায়- আলেপ্পো থেকে রাজধানী পর্যন্ত।”

হান্না সিরিয়ার আরব সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। প্রেসিডেন্ট আল-আসাদের ভাই মাহেরের নেতৃত্বে কয়েক হাজার সৈন্যের একটি সুসজ্জিত বাহিনী।

তিনি বলেন, “আজ, প্রশ্ন হলো: এই বাহিনী কোথায় গেল? তাদের সরঞ্জাম কোথায় গেল?”

রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচএস) জানিয়েছে, রাজধানী দামেস্কে সিরিয়ান সেনা ও নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যকে তাদের সামরিক ইউনিফর্ম খুলে ফেলতে দেখা গেছে, কারণ তাদের বলা হয়েছে, সরকার পতনের কারণে তারা চাকরি থেকে অব্যাহতি পেয়েছে।

এদিকে, আল জাজিরার সিরিয়ার সংবাদদাতা জেইনা খোদর এক প্রতিদেনে বলেছেন, দামাস্কাস এখন আসাদ সরকার থেকে রক্তপাত ছাড়াই মুক্ত। এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি ইঙ্গিত দিতে পারে যে, রক্তপাত ছাড়াই, দেশটি গৃহযুদ্ধে নিমজ্জিত না হয়েই এগিয়ে যাওয়ার পথ রয়েছে। আমি মনে করি, এই অঞ্চল এবং তার বাইরের সরকারগুলোর জন্য এটি অনেক স্বস্তি নিয়ে আসবে।

প্রসঙ্গত, বাশার আল-আসাদ ২০০০ সালে সিরিয়ার শাসন ক্ষমতায় আসেন। এর আগে তার বাবা হাফেজ আল-আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন।

২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ।

পরবর্তীতে বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ। এতে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়।

কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়া, ইরান তার চিরশত্রু ইসরায়েলের দিকে মনোনিবেশ ও ইউক্রেন নিয়ে রাশিয়ার ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে উঠে। গত ২৭ নভেম্বর সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো দখল অভিযান শুরু করে। অপ্রতিরোধ্য গতিতে তারা মাত্র ১২ দিনে রাজধানী দামেস্কে পৌঁছে যায়। প্রেসিডেন্ট আসাদ বিমানে করে অজ্ঞান স্থানে পালিয়ে গেছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com