বাংলা৭১নিউজ,(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) ভোররাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এরা হলেন- কাজিপুর পৌর এলাকার বিয়াড়া গ্রামের তোজাম হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও একই এলাকার কোরবান আলীর ছেলে রাসেল (২৪)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) ওই দুই যুবক মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তাদের মৃত্যু হয়।
কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বলেন, তাদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলা৭১নিউজ/পিআর