সিরাজগঞ্জের কামারখন্দে খোকা শেখ (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ এপ্রিল) রাতে উপজেলার ঝাঐল ইউনিয়নের স্বল্প মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোকা শেখ একই গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম জানান, রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা খোকা শেখকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে থেকে তাকে বগুড়ায় রেফার্ড করেন চিকিৎসক। বগুড়ায় নেয়ার পথে মারা যান তিনি।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, খোকা শেখকে রাতের আধারে দুর্বৃত্তরা হত্যা করে। রাতে মরদেহ থানায় আনা হয়।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে শনিবার (১০ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।