বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তারাশ উপজেলায় বাস-লড়ি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয়জন।
সোমবার রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মাটিয়া মালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লড়ি হেলপার রফিকুল ইসলাম বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা ও তাজিমুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের তালাই গ্রামের বাসিন্দা।
জেলা ফায়ার সার্ভিস অফিসের সহকারী উপপরিচালক আবদুল হামিদ জানান, রাত ৩টার দিকে উপজেলার মাটিয়া মালীপাড়া এলাকায় রাজশাহীগামী আকিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী লড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই লড়ির হেলপারসহ দুইজন নিহত হন। এসময় বাসচালকসহ ছয়জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/সি