বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সদর উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
আজ সকালে সিরাজগঞ্জ-গড্ডা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার এসআই জয়দেব কুমার জানান, সকালে অটোরিকশাটি যাত্রী নিয়ে সিরাজগঞ্জ থেকে গড্ডা যাচ্ছিল। পথে বনবাড়িয়ায় বিপরীতমুখী একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেননি এসআই জয়দেব।
বাংলা৭১নিউজ/সিএইস