শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রাম্পের শুল্ক বাংলাদেশ-শ্রীলঙ্কার পোশাকশিল্পে বড় ধাক্কা: নিউইয়র্ক টাইমস ট্রেনের পাওয়ার কারে আগুন : সন্দেহের তালিকায় সিগারেট ও জেনারেটর চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা মারা গেছেন বরেণ্য অভিনেতা মনোজ কুমার প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন রাত থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ গাজার একাধিক স্কুলে ইসরায়েলের হামলা, ১৮ শিশুসহ নিহত ৩৩ যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আসিয়ানের সদস্যপদের জন্য থাই অভিজাতদের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক শুরু বিমসটেকের আমূল পরিবর্তনে তিনটি শূন্যের বিশ্ব গড়তে চায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কত শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেস সচিব ২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানাল ফিফা টেকনাফে নৌবাহিনীর অভিযান, অস্ত্রসহ বিপুল নদগ অর্থ জব্দ ভারতের কিছু মিডিয়ার কাজই হচ্ছে মিথ্যা বলা: স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের ছুটি শেষে এসএসসি পরীক্ষা, নানামুখী চ্যালেঞ্জ বিমসটেক সম্মেলনে তরুণদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ‘মোদী আমার বন্ধু’ বলেই ভারতের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

সিরাজগঞ্জে প্রকাশ্যে নৌকায় সিল, নেই বিএনপির এজেন্ট

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬
  • ২১৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ : কক্ষের ভিতরে প্রকাশ্যেই নৌকার এজেন্ট ব্যালট নিয়ে ভোট দিচ্ছে। আর কেন্দ্রের ৫টি বুথের কোথাও ধানের শীষের এজেন্টদের দেখা মেলেনি। সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া কেন্দ্রে সকাল সোয়া ৯টায় সরজমিন গিয়ে এ দূশ্য চোখে পড়ে।

কেন্দ্রের ১ নং (পুরুষ) বুথের নৌকার এজেন্ট ফরিদ উদ্দিন প্রকাশ্যে ভোট সিল মারার বিষয়ে বলেন, ভোটার সঠিক ভাবে ভোট দিতে পারছে না, তাই সিলটি মেরে দিয়েছি। এ বিষয়ে বুথে কর্তব্যরত পোলিং অফিসার শেখর চন্দ্র ঘোষ বলেন, আপনিতো এই দেশেই থাকেন, সবই বোঝেন। কিভাবে সব হচ্ছে। আমাদের কি করার আছে।

২ নং (পুরুষ) বুথে কর্তব্যরত সহকারী প্রিজাইডিং অফিসার বেলাল হোসেন, সকালে ধানের শীষের এজেন্ট এসেছিল। এখনতো তাকে দেখছি না। ৩ নং (মহিলা) বুথ গিয়ে দেখা যায় সেখানে ধানের শীষের এজেন্ট নেই। কিন্তু শারমিন সুলতানা, রেবা খাতুন ও শ্যামলী খাতুন নামে নৌকার পক্ষে ৩জন এজেন্ট দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে বুথে কর্তব্যরত সহকারী প্রিজাইডিং অফিসার রোকেয়া খাতুন বলেন, ধানের শীষের এজেন্ট সকাল থেকেই নেই। নৌকার ৩জন এজেন্টের বিষয়ে বলেন, এখানে শ্যামলী খাতুন মূলত নৌকার এজেন্ট। অন্যরা কিভাবে এলো বিষয়টি দেখছি। ৪ নং বুথে ধানের শীষের এজেন্ট নেই। ঘোড়া প্রতিকের কার্ড লাগিয়ে কর্তব্যরত মিনারা খাতুন বলেন, আমি নৌকার এজেন্ট। পাশেই বসে আছেন নৌকার এজেন্ট হাসি খাতুন।

বুথে কর্তব্যরত সহকারী প্রিজাইডিং অফিসার রমজান আলী বলেন, ধানের শীষের এজেন্ট সকাল থেকেই আসেনি। ২জন এজেন্টের বিষয়টি দেখছি। ৫ নং বুথে নৌকা ও ধানের শীষের কোন এজেন্ট নেই। পরিচয় জানতে চাইলে ঘোড়া প্রতিকের এজেন্ট মাহমুদা খাতুন বলেন, আমি নৌকার এজেন্ট। আপনার পরিচয় পত্রে তো ঘোড়া প্রতকি এটা কিভাবে সম্ভব। এগুলো জানি না নবীদুল ভাই  (নৌকার প্রার্থী) কার্ড করে দিয়েছি। দায়িত্ব পালন করছি।

বুথে কর্তব্যরত সকাল থেকেই নৌকা ও ধানের শীষের এজেন্ট দেখছি না। কে প্রকৃত এজেন্ট প্রিজাইডিং অফিসারের কাছে তালিকা আছে। প্রিজাইডিং অফিসার তরিকুল ইসলাম বলেন, কেন্দ্রে নারী-পুরুষ মিলে ভোটার সংখ্যা ১৬০৮।  নারী ধানের শীষের এজেন্ট কেন্দ্রে না এলে আমরা কি করবো। নৌকার অতিরিক্ত এজেন্টের বিষয়টি দেখছি।

এ সকল অসঙ্গতির বিষয়ে কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব নিয়েজিত সহকারী উপ-পরিদর্শক মাহমুদুল হাবিব বলেন, আমি একা মানুষ, সব কিছু কিভাবে নিয়ন্ত্রন করবো। এ বিষয়ে নৌকা প্রতিকের প্রার্থী নবীদুল ইসলাম বলেন, ওই এলাকায় বিএনপির কোন লোকই নাই, যে কারনে এজেন্ট নাই। যদি কেন্দ্রে অতিরিক্ত নৌকার এজেন্ট থেকে থাকে, সেটার ব্যর্থতা কেন্দ্রের কর্তব্যরতদের।

বাংলা৭১নিউজ/কেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com