শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৭০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় দু’পক্ষের সংঘর্ষ, হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শ্রমজীবী মানুষ। গত কয়েকদিন ধরে দফায় দফায় এ সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে হতদরিদ্র মানুষের বাড়িঘর। এতে পুরো গ্রাম এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে রানীগ্রাম মধ্যপাড়ায় সরেজমিনে গেলে ভাঙচুর ও লুটপাটের এমন চিত্র দেখা যায়। এ সময় কথা হয় ওই মহল্লার ফারুক হোসেন, শুকুর আলী, হাসেন আলী, বুলবুলি খাতুন, সাজেদা বেগম, আকবর প্রামানিক, চাঁন মিয়া ও ছাবিনাসহ ক্ষতিগ্রস্ত অনেকের সঙ্গে।

তারা বলেন, ‘প্রায় ৯ মাস পূর্বে যুবলীগ নেতা গোলাম মোস্তফা খুন হন। এরপর থেকে দফায় দফায় দুই পক্ষে সংঘর্ষ হচ্ছে। আর এই সংঘর্ষের মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা কোনো পক্ষের সঙ্গে নেই, তবুও আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করছে। বাঁধা দিতে গেলে মারপিট করে।

Sirajganj

গত দু’দিন আগেও নিহত মোস্তফার শ্যালক হীরা ও তার ভাই ইউনুসের নেতৃত্বে হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ করে তারা বলেন, হামলাকারীরা প্রতিটি ঘরের টিন কুপিয়ে ঘরে ঢুকে আলমারি, ফ্রিজ, খাঁট, টিভি, ড্রেসিং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। ধান-চাল, টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এতে এ অঞ্চলের অন্তত ২০/২৫টি পরিবার নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছে। এ নিয়ে এলাকাবাসী চরম আতঙ্কে আছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৯ অক্টোবর সিরাজগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি গোলাম মোস্তফাকে একদল সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের জন্য একই গ্রামের রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও কিছু গ্রামবাসীকে দায়ী করে প্রায় অর্ধশত ব্যাক্তিকে আসামি করে মামলা করা হয়।

পরবর্তীতে এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে গোলাম মোস্তফার অনুসারীরা ওই গ্রামের রাজনৈতিক এবং ব্যবসায়ী প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুরসহ বাড়ি বাড়ি গিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের ধরে নিয়ে মারপিট করতে থাকে। এসব কারণে অনেকেই গ্রামছাড়া হন। আসামিদের অধিকাংশ জামিনে ছাড়া পেয়ে গ্রামে ফিরে এসেছেন এবং নিজেদের নিরপরাধ বলে দাবি করে অস্তিত্ব টিকিয়ে থাকার স্বার্থে শক্তি প্রদর্শনের মহড়ায় নেমেছেন।

বাংলা৭১নিউজ/আইএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com