মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নয়াডিঙ্গি এলাকার নিজ বাড়ির সিন্দুকের ভেতর থেকে হায়াতুন নেসা (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুত্রবধূ রুনা বেগমকে (২৮) আটক করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হায়াতুন নেসা ওই এলাকার মাহমুদ কাজীর স্ত্রী।
স্থানীয়রা জানান, রুনার স্বামী কাজী খালেক সৌদি আরব প্রবাসী। রুনা শ্বশুড় বাড়িতে থাকলেও শাশুড়ির সঙ্গে তেমন বনিবনা ছিলো না। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতের কোনো এক সময়ে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ কাপড়-চোপড় রাখার সিন্দুকের ভেতরে লুকিয়ে রাখে।
এদিকে, বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা হায়াতুন নেসাকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সিন্দুকের ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
সিংগাইর থানার এসআই দিলীপ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সিন্দুকের ভেতর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত বৃদ্ধার পুত্রবধূ রুনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করলে কোনো ক্লু পাওয়া যেতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ