সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা শেরপুরে কমছে নদ-নদীর পানি, বন্যা পরিস্থিতির উন্নতি কর্মচারী হত্যায় হাজী সেলিমসহ ৩ জনকে গ্রেফতার দেখানো হলো করাচি বিমানবন্দরের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ চীনা নাগরিক পূজায় জঙ্গি হামলার শঙ্কা নেই: আইজিপি ১৪৪ ধারা ভঙ্গ, পিটিআইয়ের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা এস আলম পরিবারের ১৩ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা পুলিশ কর্মকর্তার ছেলে হত্যা মামলায় ওসি গ্রেপ্তার সিন্দুকের ভেতর শাশুড়ির মরদেহ, পুত্রবধূ আটক

সিন্দুকের ভেতর শাশুড়ির মরদেহ, পুত্রবধূ আটক

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নয়াডিঙ্গি এলাকার নিজ বাড়ির সিন্দুকের ভেতর থেকে হায়াতুন নেসা (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুত্রবধূ রুনা বেগমকে (২৮) আটক করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত হায়াতুন নেসা ওই এলাকার মাহমুদ কাজীর স্ত্রী। 

স্থানীয়রা জানান, রুনার স্বামী কাজী খালেক সৌদি আরব প্রবাসী। রুনা শ্বশুড় বাড়িতে থাকলেও শাশুড়ির সঙ্গে তেমন বনিবনা ছিলো না। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতের কোনো এক সময়ে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ কাপড়-চোপড় রাখার সিন্দুকের ভেতরে লুকিয়ে রাখে। 

এদিকে, বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা হায়াতুন নেসাকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সিন্দুকের ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। 

সিংগাইর থানার এসআই দিলীপ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সিন্দুকের ভেতর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত বৃদ্ধার পুত্রবধূ রুনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করলে কোনো ক্লু পাওয়া যেতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com