বাংলা৭১নিউজ, ঢাকা: বাতিল হওয়ার চার মাস পাঁচদিন পর সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে এই পরীক্ষা গত বছরের অক্টোবর মাসে বাতিল হয়েছিল।
গত বছরের ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র স্টাফ নার্স পদে এমসিকিউ পদ্ধতির ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে প্রশ্ন ফাঁসের অভিযোগে ওই পরীক্ষা বাতিল করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।
কমিশন সূত্র জানিয়েছে, আজ ৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ঢাকার ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন। পরীক্ষা হলে কোনো বই, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।
এরই মধ্যে পরীক্ষায় অংশ নিতে প্রার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পেরেছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগ করা হবে পিএসসির অধীনে।
বাংলা৭১নিউজ/সিএইস