বাংলা৭১নিউজ, ঢাকা: সিনিয়র সাংবাদিক রিশিত খান (আব্দুর রশিদ) আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)!
আজ দুপুরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন রিশিত খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রিশিত খান পেশাগতভাবে দৈনিক ডেসটিনি, দৈনিক আজকের কাগজসহ বেশকিছু সাপ্তাহিক ও দৈনিকে কাজ করেছেন। সর্বশেষ, তিনি একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ছিলেন।
রিশিত খান ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলেরও (ডিএসইসি) সদস্য ছিলেন।
রিশিত খানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কানসোনা গ্রামে। তিনি রাজধানীর মিরপুরের মনিপুরী পাড়ায় সপরিবারে থাকতেন।
বাংলা৭১নিউজ/এম