বাংলা৭১নিউজ,নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় বকেয়া বেতনের দাবিতে প্যাপিলন নিট কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। পরে পুলিশের উপস্থিতিতে মালিক পক্ষের লোকজন বকেয়া বেতন দেয়ার আশ্বাস দিলে দুপুরে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
পুলিশ ও শ্রমিকরা জানায়, সিদ্ধিরগঞ্জ পুলের এমএস টাওয়ারে অবস্থিত প্যাপিলন নিট কম্পোজিট কারখানার ইউনিট-২ এ ২৮০ শ্রমিক কাজ করছে। শ্রমিকদের গত এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে। এ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল ৮টায় কারখানায় এসে কাজে যোগ না করে কর্মবিরতি পালন করে।
পরে শ্রমিকরা বেতন পাওয়ার আশ্বাস না পেয়ে সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে গিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকরা বিক্ষোভ করে। খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ ও থানা পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে পুলিশের কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে-শুনিয়ে কারখানার ভেতরে নিয়ে গেলে যানবাহন চলাচল শুরু হয়। দুপুর ১টায় মালিক পক্ষের লোকজন পুলিশের উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার বেতন দেয়ার আশ্বাস দেয়। পরে শ্রমিকরা কাজে যোগ দেয়।
নারী শ্রমিক শাহনাজ বেগম জানান, সর্বশেষ ১৫ মে আমাদের বকেয়া বেতন দেয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার পর্যন্তও বেতন পরিশোধ করা হয়নি। ফলে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
প্যাপিলন নিট কম্পোজিট কারখানার পরিচালক (মার্কেটিং ও অপারেশন) ফারুক হোসেন জানান, শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। আগামী বৃহস্পতিবার তাদের বেতন দেয়া হবে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামে। অল্প কিছু সময় রাস্তায় অবরোধ করেছিল তারা। পরে আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে ফ্যাক্টরির ভেতরে নিয়ে যাই। মালিক পক্ষ আগামী বৃহস্পতিবার বকেয়া বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়ে কাজে যোগ দেয়।
বাংলা৭১নিউজ/আর এইচ