বাংলা৭১নিউজ,নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের ফাইবার পাইপ (ওয়াটার সার্কুলেশন পাইপ) জয়েন্ট দেয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও আদমজী ইপিজেডের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক সংলগ্ন সাইলো গেট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্মাণাধীন সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের অভ্যন্তরে ৯-১০ ফুট ডায়া ফাইবার পাইপ (ওয়াটার সার্কুলেশন পাইপ) বিদ্যুতের সাহায্যে জয়েন্ট দেয়ার কাজ করছিল। পাইপ জয়েন্ট দেয়ার সময় ক্যামিকেল ব্যবহার করা হয়। এ সময় আকস্মিকভাবে ওই ফাইবার পাইপে অগ্নিকাণ্ড ঘটে।
ধীরে ধীরে আগুন বাড়তে থাকে। পরে বিদ্যুৎ কেন্দ্রের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও আদমজী ইপিজেডের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আদমজী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সেলিম মিয়া জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কারণে পাওয়ার প্লান্টের মূল প্রজেক্টে ছড়াতে পারেনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (এরিয়া-২) উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ওয়াটার সার্কুলেশন পাইপে ক্যামিকেল দিয়ে জোড়া লাগানোর কাজ চলছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন ধরে যায়। আমরা ৪টি ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরো জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমাদের কিছুই জানাতে পারেননি। যারা কাজ করছিল তারা দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলা৭১নিউজ/আর এইচ