দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড সিঙ্গার এবারে গ্রাহকদের জন্য একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে যার আওতায় সিঙ্গার এয়ার কন্ডিশনারে থাকছে ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। নির্দিষ্ট মডেলের ১.৫ টন সিঙ্গার এসি পাওয়া যাচ্ছে ৪৯,৭৩০ টাকায়।
সিঙ্গারের গ্রিন ইনভার্টার, ইনভার্টার, স্ট্যান্ডার্ড এবং লো ভোল্টেজ এসি-সহ এর ক্যাসেট টাইপ এসি সমূহ এই ক্যাম্পেইনের আওতায় থাকছে। সেই সাথে ইউরোপিয়ান অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বেকো’র হট অ্যান্ড কুল ইনভার্টার এসিতেও সিঙ্গার দিচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট।
সিঙ্গার থেকে এসি কিনলে ক্রেতারা পাচ্ছেন ৫ বছরের কম্প্রেসর ওয়্যারেন্টি। ক্রেতাদের সুবিধার্থে নগদ কিংবা সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ রেখেছে সিঙ্গার। এছাড়াও থাকছে কোনো প্রকার ইন্টারেস্ট ছাড়াই ৬ মাসের কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা।
সিঙ্গার বিক্রয় কেন্দ্র ছাড়াও অনলাইনে (www.singerbd.com) ও ‘একটাই কল, দ্যাট’স অল’ সার্ভিসের মাধ্যমে ১৬৪৮২ নম্বরে একটি কল করে ক্রেতারা সিঙ্গার এসি কিনতে পারবেন।
বাংলা৭১নিউজ/এসএইচ