বাংলা৭১নিউজ, ডেস্ক: সিঙ্গাপুরে ছয় বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুবউজ্জামান বলেছেন, ‘গতকাল আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ৩০ আগস্ট দুপুর ১২টায় স্বাস্থ্য পরীক্ষায় যাদের দেহে জিকা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে, তাদের মধ্যে ছয়জন বাংলাদেশি রয়েছে।’
বার্তা সংস্থা রয়টার্সকে ই-মেইল বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘আক্রান্তদের উপসর্গগুলো প্রাথমিক এবং তারা হয় সুস্থ হয়েছে অথবা হওয়ার পথে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি।’
প্রসঙ্গত, গত আগস্ট মাসের শেষ দিকে সিঙ্গাপুরে জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। গতকাল মঙ্গলবার সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, দেশটিতে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস