বাংলা৭১নিউজ, ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে ১১ দিন চিকিৎসা প্রদান শেষে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এ সময় তার স্ত্রী ইয়াসমিন হক এবং মেয়ে ইয়েশিম ইকবালও উপস্থিত ছিলেন।
হাসপাতাল থেকে সিলেটে নিজ কর্মস্থল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রওয়ানা হয়েছেন বরেণ্যে এই শিক্ষাবিদ।
বিদায় দেয়ার সময় সিএমএইচ কর্তৃপক্ষও জাফর ইকবালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। আর ১১ দিনের চিকিৎসার জন্য তিনিও ধন্যবাদ জানান সিএমএইচ কর্তৃপক্ষকে।
জাফর ইকবাল সিলেট যাচ্ছেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে। বিমানযোগে সেখানে যাওয়ার পর আলোচনা শেষে তার আজই আবার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।
গত ৩ মার্চ নিজ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে জাফর ইকবালকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করেন যুবক ফয়জুল হাসান। তাকে সঙ্গে সঙ্গে আটকও করা হয়।
সেখান থেকে জাফর ইকবালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাথমিক চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাত ১২টার পর আনা হয় ঢাকা সিএমএইচে।
৫ মার্চ জাফর ইকবালকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা৭১নিউজ/জেএস