বাংলা৭১নিউজ,(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া যমুনা স্পিনিং মিলের এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক সিএনজি অটোরিকশার চালককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে অটোরিকশার চালক শাহিন মিয়াকে (২৫) মাধবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহিন উপজেলার হাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে যমুনা স্পিনিং মিলের এক নারী শ্রমিক শাহিনের সিএনজিযোগে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে অপহরণ করে আন্দিউড়ার নির্জন এলাকায় নামিয়ে ধর্ষণ করে সিএনজি চালক শাহিন। এ ঘটনায় মাধবপুর থানায় ধর্ষক শাহিন মিয়াকে আসামি করে মামলা করেন ওই নারী শ্রমিক।
মামলার তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে ধর্ষক শাহিন মিয়াকে গ্রেফতার করে বিকেলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার নারী শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এইচএ