নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের ছতর গ্রামের এই দুর্ঘটনা ঘটে। শাহিন আলম একই গ্রামের মজিবর রহমানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শাহিন মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ