টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকা থেকে সাড়ে তিন লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদে জানা যায়, শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ট্রলারঘাট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচার হবে। এ অবস্থায় কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
আমিরুল হক জানান, বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে ওই এলাকায় বস্তাসহ তিন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেওয়া হয়। তবে এ সময় সাদা রঙের তিনটি বস্তা ফেলে অন্ধকারে গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যান তারা। ফলে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে বস্তাগুলো খুলে সাড়ে তিন লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ