শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তোফাজ্জল হত্যা: ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতে ছিল আওয়ামী লীগ ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী আ.লীগ নেতা গ্রেপ্তার উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে ঢাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধের ৪৮ দিন পর মারা গেলেন নয়ন জাবিতে শামীমকে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হলেন ফাহমিদা খাতুন দক্ষিণ সিটিকে মশার ওষুধ সরবরাহ করবে উত্তর সিটি পার্বত্য তিন জেলায় সংঘর্ষ, যা জানালো আইএসপিআর শরীয়তপুরে পদ্মা নদীতে ভাঙন, বাড়ি সরিয়েছে ২০০ পরিবার তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় বন্যায় নিহত ২৮৫ ঢাকায় আরেক ব্যক্তিকে পিটিয়ে হত্যা জাতিসংঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরবেন ড. ইউনূস দীঘিনালায় সংঘাত : শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দ্বিতীয় ইনিংসেও এক অঙ্কে আটকা রোহিত যুক্তরাষ্ট্রে আদালতের ভেতর বিচারককে গুলি করে হত্যা শেখ হাসিনা রেহানা জয়সহ ৩৮৮ জনের বিরুদ্ধে হত্যার আরেক মামলা ইউক্রেনে প্রাণ হারিয়েছে ৭০ হাজার রুশ সেনা

সাহসের সঙ্গে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণরা

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে চট্টগ্রামের মিরসরাইবাসী। বাড়িঘর ডুবে যাওয়ায় অনেকের ঠাঁয় হয়েছে আশ্রয়কেন্দ্রে। এখন পানি কমতে শুরু করায় মানুষ আবার ফিরতে শুরু করেছে নিজ বাড়িতে। কিন্তু বন্যায় সব হারিয়ে অনেকে নিঃস্ব। এ অবস্থায় এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। তারা বানভাসি মানুষের পরম বন্ধ হিসেবে বন্যার শুরু থেকেই কাজ করে যাচ্ছে।

এর আগে ২১ আগস্ট টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী নদীর পানি বেড়ে একে একে তলিয়ে যায় মিরসরাইয়ের বিভিন্ন এলাকা। প্রথম দিকে পানির তীব্রতা বেশি না থাকায় ঘরবাড়িতে অবস্থান নেন অনেকে। পরে তারা পানিবন্দি হয়ে পড়েন। এসময় যেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন চট্টগ্রামসহ নানা এলাকার তরুণরা। তারা স্বেচ্ছায় তীব্র পানির স্রোত উপেক্ষা করে পাশে দাঁড়ান বানভাসি অসহায় মানুষের।

প্রথমদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পানিবন্দি মানুষের অবস্থান নিশ্চিত হয়ে নেমে পড়েন উদ্ধারকাজে। বোট নিয়ে ছুটে যান বন্যাদুর্গতদের পাশে।

 

স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য যুব সংঘে’র পরিচালক কামরুল হাসান জনি বলেন, আমাদের সংগঠনের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে আসা ত্রাণ দুর্গত এলাকায় পৌঁছে দেওয়ার কাজ করছেন। সংগঠনেও রয়েছে জরুরি খাদ্য সহায়তার বন্দোবস্ত।

এছাড়া পানি নেমে যাওয়ার পর স্থানীয়দের পুনর্বাসন নিয়ে কাজ করতে তহবিলও গঠন করছে সংগঠনটি। বন্যা শুরুর দিন থেকে কাজ চলছে। সদস্যরা ৭-৮টি দলে বিভক্ত হয়ে গত চারদিন অন্তত এক হাজার ৫০০ মানুষকে সেবা দিয়েছে। ট্রাফিক সহায়তা, মাইকিং ও পানিবন্দি মানুষদের উদ্ধারের পাশাপাশি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

আরেকটি সংগঠন হিতকরীর নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম রয়েল বলেন, বন্যার শুরু থেকে আমরা কাজ করে যাচ্ছি। করেরহাট, কাটাগাং ও ফেনীতে উদ্ধার তৎপরতা, হাইওয়েতে ট্রাফিকিং, আটকে পড়া চালক, হেলপার, যাত্রী, বন্যার্তদের মাছে খাবার পানি বিতরণ, উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ, পুনর্বাসনের জন্য প্রস্তুতি গ্রহণ ও ত্রাণ প্রস্তুতে দিন-রাত কাজ করছেন আমাদের সদস্যরা।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা, দুর্বার প্রগতি সংগঠন, হীতকরি, শান্তিনীড়, আমবাড়িয়া যুবসংঘ, শতাব্দী সংঘ, চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্ট অ্যালমনাই, রোটারি ক্লাব অব চিটাগং, লিও ক্লাব অব চিটাগং, ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব মিরসরাই, অপকা, নয়াদালান, কম্পোর্ট হাসপাতাল, রোভার স্কাউট বাংলাদেশ ব্যাংক কলোনি চট্টগ্রাম, উত্তরণ, পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা, উদয়ন ক্লাব, বিজলী ক্লাব, দুরন্ত সংঘ, প্রজন্ম মিরসরাই, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই, অদম্য যুবসংঘ, ইছামতী যুব কল্যাণ সংঘ, জামায়াতে ইসলাম, ছাত্রশিবির, মিরসরাই উপজেলা বিএনপি, উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠন বানভাসি মানুষের সহায়তায় কাজ করছে।

সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সরকারের বিভিন্ন সংস্থা সাহায্য করছে তাদের। সেনাবাহিনীও উদ্ধার ও ত্রাণ বিতরণ করে যাচ্ছে। এছাড়া প্রবাসীরাও বন্যার শুরু থেকে বানভাসি মানুষের পাশে রয়েছেন।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন বলেন, তরুণরা দেশের সব প্রেক্ষাপটে মানুষের পরম বন্ধু হয়ে কাজ করেন। এবারের বন্যায় তাদের উদ্যোগ আমাকে রীতিমতো অবাক করেছে। অক্লান্ত শ্রম ও সাহসের সঙ্গে তারা অসংখ্য বানভাসি মানুষকে বিপদ থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়েছেন। পাশাপাশি তারা খাবার ও নানা সহায়তা দিয়ে যাচ্ছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com