বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান তার কাছের মানুষের জন্য ‘সিকান্দার’ সিনেমা মুক্তি উপলক্ষ্যে একটি বিশাল ঈদ পার্টির আয়োজন করেছিলেন। এ পার্টিতে অভিনেত্রী সোনাক্ষী সিনহা স্বামী জাহির ইকবালের সঙ্গে উপস্থিত ছিলেন।
এদিন একটি অফ-হোয়াইট ফ্লাওয়ার প্রিন্ট ও ভি-নেক ডিজাইনের কুর্তা পরেছিলেন সোনাক্ষী। যেটি নিয়ে আলোচনার শেষ নেই।
সোনাক্ষীর এই কুর্তাটি গোপী বৈদ নামক একজন ডিজাইনার তৈরি করেছেন। তার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এই কুর্তার দাম ১৫ হাজার ৯৯৯ টাকা। তবে প্লাজোটি আলাদাভাবে কেনা। এ ছাড়া সালমান খানের ঈদের পার্টিতে জেনেলিয়া ডিসুজাও উপস্থিত ছিলেন। জেনেলিয়াও এদিন গোপী বৈদের ডিজাইন করা একটি অফ-হোয়াইট স্যুট পরেছিলেন। সেই সুন্দর আনারকলি স্যুটের দাম ৪৮ হাজার টাকা বলে জানা গেছে।
ভাইজান তার সিনেমা ‘দাবাং’-এর নায়িকা সোনাক্ষী সিনহার অত্যন্ত কাছের মানুষ। শোনা যায়, জাহিরের সঙ্গে সোনাক্ষীর প্রেমেও নাকি মদত ছিল ভাইজানের। অন্যদিকে সালমানের কাছের মানুষ রীতেশ ও জেনেলিয়াও। তাই সালমান খানের ঈদের পার্টিতে এই দুই অভিনেত্রীর দেখা মেলে। তাদের লুক আপাতত সামাজিক মাধ্যমে ভাইরাল।
জাহির ইকবালকে সোনাক্ষী বিয়ে করেন গত বছর। সকালে রেজিস্ট্রি, বিকালে পার্টি— এভাবেই নিজেদের মিলন উদযাপন করেন তারা। তবে মুসলিম জাহিরকে বিয়ে করায় কম কটাক্ষে পড়েননি অভিনেত্রী।
এমনকি দুই দাদা লব ও কুশও সম্পর্ক রাখে না বোনের সঙ্গে। তবে বিয়ের পর প্রথম ঈদ ছিল এটা শত্রুঘ্নকন্যার। স্পেশাল ম্য়ারেজ অ্যাক্টে বিয়ে করায় ধর্ম পরিবর্তন করেননি তিনি। যদিও একে-অপরের ধর্মকে সম্মান করে দুই পক্ষই শেয়ার করে নেন দুই ধর্মেরই উদযাপনে।
বাংলা৭১নিউজ/এসএকে