বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

সার কারখানায় গ্যাস দুর্ঘটনা, ৫২ জন অসুস্থ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ১২৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারার রাঙাদিয়ায় ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানার একটি ট্যাংক ফুটো হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী নদী তীরবর্তী কর্ণফুলী থানাধীন সিইউএফএল এর সঙ্গে লাগানো সার কারখানাটিতে এ ঘটনা ঘটে।

কারখানাটি চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এর সীমানায় অবস্থিত।

স্থানীয়রা জানিয়েছেন, ট্যাংক থেকে অ্যামোনিয়া গ্যাস কর্ণফুলী নদীর অপর তীরের পতেঙ্গা, ইপিজেড, বন্দরসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।

এরই মধ্যে অসুস্থ হয়ে অন্তত ৩৫ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিএমপি’র বন্দর জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম জানান, গ্যাস নিঃসরণ শুরু হলে আশেপাশের অনেকেই তাতে আক্রান্ত হচ্ছেন বলে তিনি শুনেছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বলেন, গ্যাসে অসুস্থ অন্তত ৩৫ জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএপি সার কারখানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কারখানার ৫০০ টন ট্যাংক ফুটো হয়ে এই গ্যাস ছড়াচ্ছে। প্রতিষ্ঠানের কর্মীরা ছিদ্র বন্ধে কাজ শুরু করেছে।

তবে কীভাবে ওই ট্যাংক ছিদ্র হলো তা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেননি।

এদিকে ঘটনাস্থলে দমকলকর্মীদের পাঠানো হয়েছে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, অ্যামোনিয়া গ্যাস যাতে বেশি ছড়াতে না পারে সেজন্য দুর্ঘটনা কবলিত ট্যাঙ্কের আশপাশে বিপুল পরিমাণ পানি ছিটানো হচ্ছে।

কারখানায় কাছাকাছি তিনটি ট্যাংকের একটিতে ছিদ্র হলেও বাকি দুটি ঠিক আছে বলে জানান তিনি।

মহসিন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ইদ্রিস আলী বলেন, বাতাসে অ্যামোনিয়া ছড়ালে এর প্রভাবে মাথায় ঝিমুনি, বমি ভাব ও শ্বাসকষ্ট হতে পারে। এ অবস্থায় নিরোধক ‘মাস্ক’ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com