শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

সার কারখানায় গ্যাস দুর্ঘটনা, ৫২ জন অসুস্থ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারার রাঙাদিয়ায় ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানার একটি ট্যাংক ফুটো হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী নদী তীরবর্তী কর্ণফুলী থানাধীন সিইউএফএল এর সঙ্গে লাগানো সার কারখানাটিতে এ ঘটনা ঘটে।

কারখানাটি চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এর সীমানায় অবস্থিত।

স্থানীয়রা জানিয়েছেন, ট্যাংক থেকে অ্যামোনিয়া গ্যাস কর্ণফুলী নদীর অপর তীরের পতেঙ্গা, ইপিজেড, বন্দরসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।

এরই মধ্যে অসুস্থ হয়ে অন্তত ৩৫ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিএমপি’র বন্দর জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম জানান, গ্যাস নিঃসরণ শুরু হলে আশেপাশের অনেকেই তাতে আক্রান্ত হচ্ছেন বলে তিনি শুনেছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বলেন, গ্যাসে অসুস্থ অন্তত ৩৫ জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএপি সার কারখানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কারখানার ৫০০ টন ট্যাংক ফুটো হয়ে এই গ্যাস ছড়াচ্ছে। প্রতিষ্ঠানের কর্মীরা ছিদ্র বন্ধে কাজ শুরু করেছে।

তবে কীভাবে ওই ট্যাংক ছিদ্র হলো তা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেননি।

এদিকে ঘটনাস্থলে দমকলকর্মীদের পাঠানো হয়েছে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, অ্যামোনিয়া গ্যাস যাতে বেশি ছড়াতে না পারে সেজন্য দুর্ঘটনা কবলিত ট্যাঙ্কের আশপাশে বিপুল পরিমাণ পানি ছিটানো হচ্ছে।

কারখানায় কাছাকাছি তিনটি ট্যাংকের একটিতে ছিদ্র হলেও বাকি দুটি ঠিক আছে বলে জানান তিনি।

মহসিন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ইদ্রিস আলী বলেন, বাতাসে অ্যামোনিয়া ছড়ালে এর প্রভাবে মাথায় ঝিমুনি, বমি ভাব ও শ্বাসকষ্ট হতে পারে। এ অবস্থায় নিরোধক ‘মাস্ক’ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com