বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’

সার্ভিস চার্জের নামে অরাজকতা চলছে তফসিলি ব্যাংকে

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ১০৯ বার পড়া হয়েছে

ব্যাংকিং খাতে লুকায়িত অরাজকতার নাম বিভিন্ন পর্যায়ের সার্ভিস চার্জ। বাংলাদেশ ব্যাংক পরিমাণ নির্ধারণ না করায় ইচ্ছেমতো আদায় করছে ব্যাংকগুলো। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহক। গ্রাহক স্বার্থে কেন্দ্রীয় ব্যাংককে চার্জ নির্ধারণ ও ব্যাংকের প্রতিটি শাখায় সব ধরনের কমিশনের তালিকা টানানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। 

ব্যাংকে জমা রাখা অর্থ প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণ, ঋণ দেয়া ও স্থানান্তরে বিভিন্ন পর্যায়ের সার্ভিস চার্জ আদায় করে থাকে তফসিলি ব্যাংকগুলো। কিন্তু নির্দিষ্টভাবে এসব চার্জের পরিমাণ কত এবং আদৌ চার্জ নেয়া যৌক্তিক কিনা, তার উত্তর জানা নেই গ্রাহকের।

জনতা ব্যাংকের একজন গ্রাহক জানান, তার অ্যাকাউন্ট জনতা ব্যাংক করপোরেট শাখায়, বহনের সুবিধার কারণে মতিঝিল ব্রাঞ্চে জমা দিতে যাবো, তারা (কর্তৃপক্ষ) ওই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে দেয়ার জন্য ৮২৫ টাকা চার্জ দিতে হবে।  

অভিযোগের খবর পেয়ে, জনতা ব্যাংকের মতিঝিল শাখায় যায় । কিন্তু কথা বলতে রাজী নন সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা। তবে জানানো হয়, শুধু নিজস্ব একাউন্টে অনলাইনে এক লাখ টাকা পাঠাতেই চার্জ নেয়া হয় ৪৬ টাকা।

যদিও আরেক রাষ্ট্রায়ত্ব অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার মহা-ব্যবস্থাপক মোজাম্মেল হোসেন জানান, অনলাইনে নিজের একাউন্টে লেনদেনে নেয়া হয় না কোন চার্জ।

এতো গেলো সরকারি ব্যাংকের চিত্র। বিপরীতে ইচ্ছেমতো চার্জ নিচ্ছে বেসরকারি ব্যাংকগুলো। সরকারি ব্যাংক ১০ পাতার একটি চেক বইয়ের দাম ২৫ টাকা রাখলেও বেসরকারি ব্যাংক রাখছে প্রায় ১১০ টাকা। একাউন্ট মেইন্টেনিং এ সরকারি ব্যাংক সর্বোচ্চ ৩৫০ টাকা নিলেও বেসরকারি ব্যাংকে নেই কোন পরিসীমা। প্রতিটি পর্যায়েই কেটে নেয়া হয় বিভিন্ন পরিমাণে কমিশন। এমন স্বেচ্ছাচারি বিষয়ের পক্ষে মত দেয় বাংলাদেশ ব্যাংকও।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, প্রাইভেট ব্যাংকের স্বাধীনতা আছে, স্বাধীনতা এক্ষেত্রে যে আমার যদি মনে হয় আমি চার্জ বেশি নেব। আবার আরেকজন যদি মনে করে লোকবল বেশি আছে আমি চার্জ কম নেব।  

চার্জ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার বিষয়টি উঠে আসে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের বক্তব্যে। তিনি বলেন, পরিমাণ নির্ধারণের পাশাপাশি জোরদার করতে হবে মনিটরিং কার্যক্রম।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ জানান, বাংলাদেশ ব্যাংক আগে যেমন সার্ভিস চার্জের একটা তালিকা করে দিত, এখন করছে না। এখন ব্যাংকগুলো কি করছে কেন্দ্রীয় ব্যাংক শুধু সংরক্ষণ করছে। এতে গ্রাহকদের ওপর অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের উচিত বিভিন্ন ক্ষেত্রের সার্ভিস চার্জের সীমা নির্ধারণ করে দেয়া।    

দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা রয়েছে ৬০টি। ব্যাংকগুলোতে জুন মাস পর্যন্ত জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ১২ লাখ ৬৪ হাজার কোটি টাকা।

বাংলা৭১নিউজ/এএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com