বাংলা৭১নিউজ, ঢাকা: সেভ দ্য চিলড্রেন বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘প্রাইমারি হেলথ কেয়ার ফার্স্টঃ স্ট্রেনদেনিং দ্যা ফাউন্ডেশন ফর ইউনিভার্সাল হেলথ কভারেজ’ শীর্ষক একটি গ্লোবাল রিপোর্ট উদ্বোধন করেছে। এ রিপোর্টের আলোকে সংগঠনটি বর্তমানে বাংলাদেশে ইউএইচসি অর্জনে অগ্রগতি, সাফল্য এবং চ্যালেঞ্জ সম্পর্কে তুলে ধরতে ‘রিয়ালাইজিং ইউনিভার্সাল হেলথ কভারেজ (ইউএইচসি) ইন বাংলাদেশ : টাইম ফর অ্যাকশন’ নামক একটি রিপোর্ট প্রকাশ করে।
সেভ দ্য চিলড্রেন এবং ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএইচসি’র ওপর ভিত্তি করে তাদের কার্যক্রম, চ্যালেঞ্জ, সুপারিশ এবং অগ্রগতির পথ তুলে ধরা হয়।
সেভ দ্য চিলড্রেনের মতে, জীবন বাঁচাতে জনস্বাস্থ্যে অর্থায়ন এবং প্রাইমারি হেলথ কেয়ারে বিনিয়োগ বৃদ্ধি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলের অধীনে সার্বজনীন স্বাস্থ্য কভারেজ অর্জনের জন্যও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হতে পারে।
অনুষ্ঠানে মূলত সরকারি কর্মকর্তা, ইউএইচসি বিশেষজ্ঞ, একাডেমি, স্বাস্থ্য সাংবাদিক, উন্নয়নমূলক অংশীদার এবং অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/সিএইস