একজন ভারতের উঠতি তারকা আর আরেকজন ভারতের ক্রিকেট ইশ্বর খ্যাত শচীন টেন্ডুলকার কন্যা। শচীন কন্যা সারা টেন্ডুলকারের পোস্ট করা একটা ছবি থেকেই এত কিছু।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভমান গিলের একটি ছবি পোস্ট করেন সারা টেন্ডুলকার, সঙ্গে ছিল লাভ ইমোজি। এরপর থেকেই দুজনকে নিয়ে শুরু হয় আলোচনা।এই আলোচনা শেষ পর্যন্ত ‘বিয়ে’ পর্যন্ত গড়ালো। অবশ্য সত্যিকারের বিয়ে নয়, গুগলের দেয়া বিয়ে। শুনতে আশ্চর্য লাগলেও এমন কাণ্ডই ঘটিয়েছে গুগল। কদিন আগে বিরাট কোহলির স্ত্রী আনুষ্কা শর্মাকে বানিয়ে দেয় আফগান তারকা ক্রিকেটার রশিদ খানের স্ত্রী।
বাংলা৭১নিউজ/এএম