বাংলা৭১নিউজ, ঢাকা: সারা দেশে স্কুল-কলেজগুলোতে স্থাপন করা হয়েছে ২০০১টি ডিজিটাল ল্যাব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নামকরণ করা এসব কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবে প্রযুক্তির হালনাগাদ সব সুযোগ-সুবিধা রয়েছে।
আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ প্রক্রিয়ার বাস্তবায়নে রয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
প্রকল্পটির পরিচালক অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক জানান, ২৯৮ কোটি ৯৮ লাখ টাকা বাজেটের ‘শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন’ প্রকল্প নির্ধারিত মেয়াদেই বাস্তবায়ন করা হয়। প্রকল্পে ২০০০ ল্যাব করার কথা থাকলেও একটি বেশি করা হয়েছ।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, নারায়ণগঞ্জের বন্দর, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও নরসিংদীর পলাশের শতভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
বাংলা৭১নিউজ/সিএইস