বাংলা৭১নিউজ, ঢাকা: আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গায়, রংপুর ও ঢাকা বিভাগের কয়েক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বজ্র/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত পারে।
আবহাওয়ার এই পূর্বাভাস আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ৫২ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ১৪ মিনিটে।
সূত্র : আবহাওয়া অধিদফতর।
বাংলা৭১নিউজ/এন