বাংলা৭১নিউজ,ঢাকা: সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেয়া হচ্ছে আজ বুধবার (১ জানুযারি)।
এরই মধ্যে সরকারি ভাবে বিনামূল্যে বিতরনের সব বই সংশ্লিষ্ট স্কুলে পৌছে গেছে। ২০২০ শিক্ষা বর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে বিনামূল্যের নতুন বই।
নতুন বইয়ের অজানা সব তথ্য জানতে মুখিয়ে আছে শিক্ষার্থীরা। তারা বলছেন, নতুন ক্লাসে ওঠার আনন্দ কয়েক গুণ বাড়িয়েছে বইয়ের মিষ্টি গন্ধ।
সময়মতো বই বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষকরা বলছেন, নতুন বই শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহ বাড়াবে।
এ বছর প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল ও ভোকেশনালে প্রায় সোয়া ৪ কোটি শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩৫ কোটি ৩২ লাখ বই বিতরণ করা হবে।
বাংলা৭১নিউজ/জেডএ