বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০১ জন ও ঢাকার বাইরে ২৬৫ জনসহ ২৭৩ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছেন।
পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ১০০ জন ও ঢাকার বাইরে ১৪৮ জনসহ মোট ২৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে ২৫ জন।
বর্তমানে ঢাকায় ৫৪৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৯২৫ জনসহ সর্বমোট এক হাজার ৪৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১ অক্টোবর) পর্যন্ত সারাদেশের হাসপাতালে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮৮ হাজার ৩২৪ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৭ হাজার ১৫৩ ও ঢাকার বাইরে ৪১ হাজার ১৪১ জন।
হাসপাতালে ভর্তি মোট রোগীদের মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৬১৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৬ হাজার ৪১৮ জন ও ঢাকার বাইরে ৪০ হাজার ১৯৮ জন।
বাংলা৭১নিউজ/এমকে