নিউজিল্যান্ড রয়্যাল নেভির একটি জাহাজ সামোয়া উপকূলে ডুবে গেছে। তবে জাহাজে থাকা ৭৫ জন ক্রু এবং যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী রোববার (৬ অক্টোবর) এক বিবৃতিতে বলেছে, নৌবাহিনীর বিশেষজ্ঞ ডাইভ ও হাইড্রোগ্রাফিক জাহাজ, শনিবার রাতে উপলুর দক্ষিণাঞ্চলীয় সামোয়া উপকূলের কাছে একটি প্রবাল প্রাচীরের জরিপ পরিচালনা করার সময় তলিয়ে যায়।
প্রতিরক্ষা বাহনীর কমপোনটেন্ট কমান্ডার কমোডর শেন আর্নড্রেল বলেছেন, ডুবে যেতে থাকা জাহাজটির ক্রু ও যাত্রীদের উদ্ধারে বেশ কয়েকটি জাহাজ সাড়া দিয়েছে। উদ্ধারকাজে সহায়তা করার জন্য নিউজিল্যান্ড রয়্যাল এয়ারফোর্সের একটি বিমানও মোতায়েন করা হয়েছিল।
নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জাহাজটি কী কারণে ডুবে গেছে তা এখনো অজানা। কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
২০১৮ সালে ১০৩ মিলিয়ন ডলার ব্যায়ে নির্মিত মানাওয়ানুই নামের জাহাজটি গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টায় ডুবে যায় এবং দ্রুতই এটি সমুদ্রের নিচে তলিয়ে যায়। এ ঘটনায় পরিবেশের ক্ষতি ঠেকাতে ইতোমধ্যে কর্তৃপক্ষ কাজ শুরু করেছেন।
নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল গ্যারিন গোল্ডিং অকল্যান্ডে এক সংবাদ সম্মেলনে বলেছেন, উদ্ধারকৃত ক্রু ও যাত্রীদের নিউজিল্যান্ডে ফিরিয়ে আনতে রোববার একটি বিমান সামোয়ার উদ্দেশে রওনা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএকে